
রিমন সিকদার, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেণীর ছাত্র মো. লামিম হোসেন (১৬) কে খেলার মাঠ থেকে তুলে নিয়ে মুখ চেপে ধরে পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার টিয়াখালী সাকিনে ফ্লোরলেন রাস্তা সংলগ্ন নতুন বিল্ডিয়ের ছাঁদে উপর এঘটনা ঘটেছে। সে উপজেলার মধ্য টিয়াখালী একে এইচ এম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণী মানবিক শাখায় পড়াশোনা করেন।
এই ঘটনায় তার পিতা মোঃ বশির হাওলদার কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলছিল, এমন সময় রজপাড়া গ্রামের নজরুলের ছেলে মো. রবিউল (২০), রুহুল আমিন মিয়ার ছেলে মো. আতাউর (১৯) ও সোনা হাওলাদারের ছেলে মজিবর হাওলাদার (৫৫) সহ ৭/৮ জন সন্ত্রাসী খেলার মাঠ থেকে জোর করে টিয়াখালী সাকিনে ফ্লোরলেন রাস্তা সংলগ্ন নতুন বিল্ডিয়ের ছাঁদে উপর নিয়ে যায়। এসময় মুখ চেপে আসাম এতে হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে স্কুল ছাত্র লামিম হোসেনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে এবং খুন-জখমের ভয়-ভীতি দেখিয়ে তাকে রেখে চলে যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।