
রিমন সিকদার, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় বখাটেদের কথা না শোনায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের শ্রমিক সাইদুর হাওলাদারের স্ত্রী রোজিনা বেগম (২১) ও শাশুড়ি শামসুন্নাহার (৪০) কে লাঠি, লাথি চড় থাপ্পড় মেরে আহত করেছে বখাটেরা। মারধর থেকে রক্ষা হয়নি মায়ের কোলে থাকা রোজিনা’র ছেলে হুজাইফা (৮ মাস)। তারা কলাপাড়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
সোমবার বিকেলে নীলগঞ্জ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
শামসুন্নাহার (৪০) জানান, মেয়ে ও নাতিকে নিয়ে কলাপাড়া থেকে আত্মীয়র রোগ দেখে কলাপট্টি খেয়ায় বাড়ি যাবার পথে নীলগঞ্জ খেয়াঘাট এলাকায় স্থানীয় বখাটে সাকিল বিভিন্ন অকথ্য ভাষায় আমাদের ডাকাডাকি করে, আমরা ওর কথা না শোনায় হাতে লাঠি নিয়ে পিটিয়েছে এবং লাথি চড় থাপ্পড় মেরে আহত করে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত অভিযোগ আসেনি, অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।