
আব্দুল আলিম খান, পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়ার পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
কলাপাড়া পৌরসভা নিবার্চনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার রোববার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় বিপুলসংখ্যক দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার মো.আবদুর রশিদ এর নিকট উপজেলা নিবার্চন কর্মকর্তার অফিসকক্ষে দলীয় মনোনয়নপত্র জমাদেন।
বেলা এগারটার সময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাজী হুমায়ুন শিকদার দলীয় নেতাকর্মী নিয়ে রিটানিং অফিসারের নিকট মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন।
বাংলাদেশ ইসলামী শাষনতন্ত্র আন্দোলন নেতা হাতপাখা প্রতীকের মোহাম্মদ সেলিম মিয়া মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন।