
রিমন সিকদার,কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদারের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ ফেব্রæয়ারি) বিকাল ৪ টায় পৌরসভার ১ নং ওয়ার্ডে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বিএনপির নেতা আব্দুল রশিদ আকনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন।
এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক ফারুক গাজী, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, উপজেলা যুবদল সভাপতি গাজী আক্কাস উদ্দিন, চাকামইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ফকির, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুষার, কলেজ শাখার আহ্বায়ক আতিকুল ইসলাম দিপু প্রমূখ।
এ পথসভায় কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীসহ পৌরবাসী উপস্থিত ছিলেন। আগামী ১৪ ফেব্রæয়ারি কলাপাড়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।