
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
পোল্ট্রি শিল্পের প্রতিষ্ঠিত প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান “আমান ফিডের” আধুনিক খামার গড়ি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । ভোলার চরফ্যাশনের কামাল প্লাজায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিডের সিনিয়র এজিএম কাজী শহিদুজ্জামান। সালিমুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এস.এ পোল্ট্রির সত্বাধিকারী কামাল উদ্দীন ,বিশেষ অতিথি এজিএম মিঃ উজ্জ্বল কান্তি রাহা,সিঃ ম্যানেজার ডাঃ সালাউদ্দীন মীর রাইসুজ্জামান ও তারিকুল আল তৈয়ব। চরফ্যাশন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারী বৃন্দ ।
সারাবছর সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন ফিড সরবরাহ করা, আগামী দিনে খামারীদের উন্নয়নে ভূমিকা রাখা এবং সর্বোপরী পোল্ট্রি শিল্পের উত্তরোত্তর উন্নয়নে ভূমিকা রাখার ব্যাপারে নিজের চিন্তাভাবনা তোলে ধরেন ।
অনুষ্ঠানে আগত খামারীগন ফিডের রেজাল্টে তাঁরা সন্তুষ্ট, মাছের ও ডিমের উৎপাদন আশানুরূপ হচ্ছে। সারাবছর এই রকম ফলাফল প্রত্যাশা করেন খামারীগন।
সবশেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে সেমিনারের পরিসমাপ্ত হয়।