
কে হাসান সাজু, চরফ্যাশন
ভোলা চরফ্যাশন উপজেলার আসলামপুর মৃধাবাজারে স্থানীয়দেরকে চাদাঁ না দেয়ায় ৩জনকে পিটিয়ে আহত করেছে। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোতালেব বাদী হয়ে চরফ্যাশন থানায় নোমান খলিফাকে সনাক্ত করে আজ্ঞাত ১৫জনকে আসামী করে অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টায় মোতালেব ঢাকা থেকে বেতুয়া ঘাটে নেমে বাড়ীতে রওয়ানা দেয়। এতে আবুল কালাম(৩৫)এর সাথে মটর সাইকেল ধাক্বালেগে আহত।
তাকে চরফ্যাশনে হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্যে বলা হলে স্থানীয় নোমান খলিফাসহ কয়েকজনে ২০হাজার টাকা চাঁদা দাবী করে চাঁদা দিতে আস্বীকার করলে ১৫/১৬জনে পিটিয়ে আহত করেছে। আহরা হলেন, ইউসুফ, সবুজ। তাদের কাছে থাকা মোট ৩৬হাজার ৫শ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়।
এই ব্যপারে মোতালেব বাদী হয়ে চরফ্যাশন থানায় অভিযোগ করলে থানা পুলিশেল এস আই রেজাউল করিম ফোর্স নিয়ে ঘটনা স্থলে গেলে চাঁদাবাজ আসামীরা পালিয়ে যায়। মোতালেব বলেন আমি ্স্মাট কার্ড নেয়ার জন্যে দেশে এসেছি। প্রতিপক্ষ আমাদের উপর হামলা চালিয়ে আহত করেছে। আমি সঠিক বিচার দাবী করছি।