
কে হাসান সাজু , চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত (ফাইজা৭) নিহত ফাইজা চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন ১নং ওয়ার্ডের ফরাজি বাড়ির শাহাবুদ্দিন ফরাজির মেয়ে।
বুধবার দুপুর ১১টায় কাসেম মিয়ার বাজার থেকে নসিমন ড্রাইভার আঃ রহিম দুলার হাটে আসার পথে সোবহান মিয়া চৌরাস্তার উত্তর পাসে, ফাইজা রাস্তা পারাপারের সময় নসিমনের চাপায় ঘটনা স্থলে মারা যায়। স্থানীয় লোকজন বলেন রাস্তার পাসে অতিরিক্ত সিম গাছের ঝাড় থাকায় দুর্ঘটনা টি ঘটে।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফাইজার মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়।