
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার চরফ্যাশনে কালিবাড়ি মন্দিরে রবিবার গভীর রাতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে মন্দিরের প্রতিমার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার। সোমবার মন্দির কমিটির সভাপতি পরেশ দেবনাথ বাদি হয়ে অজ্ঞাত আসামি করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, মন্দিরের কেচিগেটের তালা ভেঙে প্রতিমার সঙ্গে থাকা প্রায় ২০/২৫ ভরি স্বর্ণালঙ্কার চোরাইকারীরা চুরি করে নিয়ে যায়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন