জেলার খবরপ্রচ্ছদভোলা জেলা চরফ্যাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু By Dipkantho News - নভেম্বর ২৬, ২০২০ 0 99 কে হাসান সাজু, চরফ্যাসন ভোলা চরফ্যাসনে পুকুরের পানিতে ডুবে সিফাত(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত চরমাদ্রাজ ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। প্রতিবেশীরা জানান, পরিবারের সদস্যদের অজান্তে খেলার ছলে শিশুটি পুকুরে পড়ে যায়। খোঁজা খুঁজির এক পর্যায়ে তাকে বাড়ির পুকুরে ভাষমান পাওয়া যায়। স্বজনরা শিশুটিকে চরফ্যাসন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান। চরফ্যাসন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অভিষেক দেবনাথ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। Like this:Like Loading...