
কে হাসান সাজু, চরফ্যাসন
ভোলা চরফ্যাসন মধুমতি ব্যাংকের সাবেক ম্যানেজার রেজাউল করিমের বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে থানায় জিডি’র পর গতকাল ভোলা জেলা প্রেসক্লাবে নিজের আত্মরক্ষার জন্য সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য প্রকাশ করেছেন বলে অভিযোগ উঠেছে৷
জানা যায়, ব্যাংকের টাকা আত্মসাতকারী চাকরীচ্যুত কর্মকর্তা রেজাউল কবির নিজের অপকর্ম থেকে বাঁচতে চরফ্যাশনের কিছু সুনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর কাল্পনিক ও অবাস্তব দায় চাপানোর কৌশল হিসেবে এ সংবাদ সম্মেলন করেছেন৷
চরফ্যাশন মধুমতি ব্যাংকের নতুন ম্যনেজার মোঃ ইয়াসিন উদ্দিন সোহেল জানান, ব্যাংকের ভোল্টে টাকা রাখার অনুমোদিত লিমিট ১ কোটি টাকা মাত্র৷ তাছাড়া বিধি বহির্ভূত টাকা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কে দেওয়ার এখতিয়ার ব্যাংক কর্মকর্তার নেই। ব্যাংক একটি সুরক্ষিত ও বিধিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকে টাকা দুই ভাবে আত্মসাত করা যায়, কোন গ্রাহক লোন নিয়ে তা পরিশোধ না করে আত্মসাত করা অথবা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে টাকা আত্মসাত করা। এ ছাড়া অন্য সাধারন কোন গ্রাহকের পক্ষে টাকা আত্মসাতের কোন সুযোগ নেই। কোন ব্যাংকে ১ টাকার অনিয়ম হলেও তা ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীর উপর বর্তায়৷