
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
কোভিড-১৯ এর স্বাস্থ্য সুরক্ষা” এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২ টা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি ও চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা বাবু মনোরঞ্জণ দে প্রমুখ।