Home জেলার খবর দশমিনা বাজারে দিগস্ত সড়কে আগুনে পুড়ে ১০টি ব্যাবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত
ফয়েজ আহমেদ, দশমিনা
পটুয়াখালীর দশমিনা বাজারের দিগন্ত সড়কের প্রায় ১০টি ব্যাবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে সম্পর্ন ভষ্মিভুত হয়েছে। ৫ ফেব্রুয়ারী শুকবোর রাত সারে এগারোটায়বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে দশমিনা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় এক ঘন্টার প্রান পন প্রচেষ্ঠায় নিয়ন্ত্রনে আনে । এসময় ফায়ার সার্ভিসের জোয়ানদের পাশা পাশি স্থানীয় উদ্ধার কর্মী ও দশমিনা থানা পুলিশ সক্রিয়ভাবে অগ্নি নির্বাপনে সহায়তা করেন। বাজের অগ্নি দুর্ঘটনার সংবাদ পেয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আঃ আজিজ , সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন,উপজেলা সহকারী কমিশনার ভ‚মি আঃ কাইয়ুম,দশমিনা থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন উক্ত অগ্নি দুর্ঘটনা এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের বিপদে ধৈর্য্য ধারন করার অনুরোধ জানান এবং দ্রæত সময়ের মধ্যে প্রত্যেক ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের জন্য, যতদুর সম্ভব ক্ষতিপুরোনেরও আস্বাস প্রদান করেন। ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের মধ্যে রয়েছে-ইউসুফ হোটেল ক্ষতি-১০ লাখ টাকা,তপন কুমার মিস্টির দোকান- ক্ষতি-৫ লাখ টাকা,ছিদ্দিক মোল্লা-পাঁচটি ছাগলসহ ক্ষতি-৫ লাখ টাকা,টন্দন মোল্লা ক্ষতি-আড়াই লাখ টাকা বেল্লাল মোল্লা ক্ষতি-২ লাখ টাকা,মিরাজ ক্ষতি-২ লাখ টাকা,মোতালেব মোল্লা ক্ষতি-২ লাখ টাকা, হাবিব মোল্লা ক্ষতি-২ লক্ষ টাকা, হেলেনা বেগম ক্ষতি-৫০ হাজার টাকা,মিনারা বেগম ক্ষতি-৫০ হাজার এবং ঘর মালিক আলামিন মোল্লা-৩ লক্ষ টাকাসহ মোট ৫০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে মর্মে প্রাথমিক ভাবে ধারনা করছেন দশমিনা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ সালাহ উদ্দিন।
Like this:
Like Loading...