
কে হাসান সাজু,চরফ্যাসন
অনুষ্ঠানে ওসমানগঞ্জ ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন আখন৷ বিশেষ অতিথি হিসেবে ওসমানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম মোল্লা, সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবুল উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে জয়নাল আবেদিন আখন বলেছেন, চরফ্যাশন কে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ ১৬ টি দল নিয়ে গত ৯ নভেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হয়ে লতিফ মিয়ারহাট ক্রীড়া সংসদ ও জনতা বাজার সুপার কিং একাদশ এ দু’টি দল ফাইনালে আসে৷ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জনতা বাজার সুপার কিং একাদশ৷