
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
উল্লেখ্য, ভোলার লালমোহনের কৃতিসন্তান বিশিষ্ট সাংবাদিক খান সেলিম রহমান সম্পাদিত প্রগতিশীল জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা গত ২৬ নভেম্বর ২০২০ রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন বিষয়ে নির্বাচিত গুণীজনের মাঝে এই সম্মাননা প্রদান করে । অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি । চলমান করোনাজনিত পরিস্থিতিতে ঢাকার মিরপুরে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত থাকতে পারেননি অনুষ্ঠানের বিশেষ অতিথি ও দৈনিক মাতৃজগতের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি । অন্যদিকে বিশেষ কারণে উপস্থিত থাকতে পারিনি কবি প্রভাষক শাহাবুদ্দিন রিপন শানও ।
শেষতক বিজয় মাসের প্রথম সন্ধ্যায় লালমোহন মিডিয়া ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির হাত থেকে মূল্যবান এই জাতীয় সম্মাননাটি গ্রহণ করতে পেরেছেন বলে ধন্য মনে করছেন রিপন শান । এবিষয়ে রিপন শান বলেন, লালমোহন তজুমদ্দিনের গণমানুষের অভিভাবক ও দৈনিক মাতৃজগতের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়কে প্রাণঢালা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি- তাঁর জন্মদিনের আনন্দ সময়ে লালমোহনের গণমাধ্যমকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে তিনি আমাকে পুরস্কারটি নিজহাতে অর্পণ করেছেন।
রিপন শান আরও বলেন, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই- জাতীয় দৈনিক মাতৃজগতের স্বনামধন্য সম্পাদক খান সেলিম রহমান, প্রকাশক আছিয়া রহমান, স্টাফ রিপোর্টার প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ, লালমোহন উপজেলা প্রতিনিধি এমরান হাসান আলীম সহ পুরো মাতৃজগত পরিবারকে । তাঁরা আমাকে সম্মাননা দিয়ে, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব, লালমোহন মিডিয়া ক্লাব, আন্তর্জাতিক অনলাইন দৈনিক ইউরো সমাচার, ইউরো বাংলা টাইমস, বিডিনিউজ২৪ ইউরোপ, ভোলার কণ্ঠ ডটকম, দ্বীপকণ্ঠ নিউজ ডটকম, পদক্ষেপ নিউজ ডটকম, বিডিমেট্রোনিউজ, বজ্রকণ্ঠ ডটকম, বাংলারিপোর্ট, ভয়েজসিটিজিনিউজ, দৈনিক বাংলাদেশ বাণীসহ আমার পুরো মিডিয়া কর্মপরিসরকে সম্মানিত করেছেন ।