
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার দৌলতখানে দিন-দুপুরে অর্ধশতাধিক কলাগাছ কেটে ফেলেছেন নুর সলেমান নামের এক ব্যবসায়ী। শুক্রবার উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। গাছ কাটার ঘটনায় স্থানীয়দের চাপা ক্ষোভ বিরাজ করছে। নুর সলেমান একই ইউনিয়নের কলাকোপা গ্রামের মোস্তফার ছেলে।
গাছের মালিক সুরাইয়া বেগম জানান, দুপুরে ঘরের রান্নাবান্নার কাজ করছিলা। ঘরে কেউ ছিলোনা। হঠাৎ নুর সলেমানসহ ৭/১০ জন লোক এসে বাড়ির ৫০ থেকে ৬০ টি কলাগাছ কেটে ফেলে। গাছ কাটছে কেনো? এ বিষয়ে জানতে চাইলে উল্টো নুর সলেমান তাকে হুমকি-দামকি দেয়।
এ বিষয়ে নুর সলেমান জানান, গাছগুলো তার জমির ভিতরে রয়েছে। জমিতে সীমানা প্রাচীরের কাজ করা হবে, তাই গাছগুলো কাটা হয়েছে। স্থানীয়রা জানান, এভাবে গাছগুলো কাটা ঠিক হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’