
মোঃ মুশফিক হাওলাদার , লালমোহন
ভোলার লালমোহন উপজেলার কালমা ইনিয়নের আল্লামা উজির আহমদ কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল হাই আজ (০৯ জানুয়ারি) ২০২১ দুপর ১, ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন انا لله وانا اليه راجعون তিনি দি কল অব ইসলামিক সোসাইটি লিবিয়ার একজন নিবেদিত দায়ী ইলাল্লাহ ছিলেন। তার হাতে অসংখ্য অমুসলিম ইসলামে দীক্ষা নেন এবং অসংখ্য মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করেন তিনি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন,আমিন। মরহুমের জানাজার নামাজ ১০ জানুয়ারী রবিবার বিকাল ৩ ঘটিকায়, লালমোহন উপজেলার আল্লামা উজির আহমেদ কমপ্লেক্স মধ্য কালমা অনুষ্ঠিত হবে।