
আব্দুল আলীম খান, পটুয়াখালী
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ তালুকদারের নেতৃত্বে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পটুয়াখালী চৌরাস্তা থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।
বক্তব্য রাখেন ছাত্রলীগে সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ তালুকদার,সাম্প্রাদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণধীন ভাস্কর্য ভাঙায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। তা না হলে আগামীতে কঠোর অবস্থানে যাওয়ারও হুঁশিয়ারি দেন ছাত্রলীগের অন্যান্য সদস্যরা।
তিনি আরো বলেন বিএনপি-জামাতের মদদপুষ্ট হয়ে ইসলামের নামে বিভিন্ন সংগঠনের নাশকতা মূলক কার্যক্রম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।