
রিমন সিকদার, কলাপাড়া
কলাপাড়ায় বিভিন্ন মাদ্রাসায় নতুন পদ্ধতির নিরাপদ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে এই নিরাপদ পানির ফিল্টার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো: ফিরোজ সিকদার।
পানির ফিল্টার বিতরণ শেষে পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো: ফিরোজ সিকদার বলেন, হাত থেকে করোনা এর জীবাণু সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। তাই তারা এমন একটি যন্ত্র স্থাপন করছেন, যেটা চালাতে হাতের কোনো স্পর্শ লাগবে না। প্যাডেল সুইচের মাধ্যমে মেশিন থেকে বিশুদ্ধ পানি বের হয়ে আসবে। এতে কোভিড সংক্রমণের আশঙ্কা কমবে আশা তাদের।