
কে হাসান সাজু,চরফ্যাসন
ভোলা চরফ্যাশনে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) চরফ্যাশন মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্য নিয়ে বেলা ১১ টায় শহরের সদর রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
এসময় জাতীর শ্রেষ্ঠ সন্তানরা ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর মোল্লা আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্ত্য দেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আবুল হাসেম, আব্দুল মালেক মৃধা, মজিবুল হক, আব্দুল লতিফ, মো: হানিফ, তৈয়ব আলী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্যে আঘাত হানা মানে বাংলাদেশ ও স্বাধীনতার উপর আঘাত করা। যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, তার (বঙ্গবন্ধু) ভাস্কর্য ভাঙা কোনভাবেই মেনে নেয়া যায়না। এসময় এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক স্বাস্তির দাবি জানান তারা।