
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
বরিশালে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে সহকর্মী তরুণীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। কর্মক্ষেত্র বরিশাল নগরীর চকবাজার শাখায় কর্মরত তরুণীকে তিনি কু-প্রস্তাব দেওয়াসহ নানান ভাবে হয়রানি করে আসছিলেন। এই ঘটনায় শাখা ম্যানেজার প্রিন্স পারভেজের শাস্তি দাবি করে সোনালী ব্যাংকের ডিজিএম বরাবর একটি অভিযোগ দিয়েছেন। জানা গেছে- অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ আছে, প্রিন্স পারভেজ পুর্বের কর্মস্থল উজিরপুর ও নলছিটিতে কর্মরত থাকা অবস্থায়ও নারী কেলেংকারির অভিযোগ ওঠে।
তরুণী অভিযোগে উল্লেখ করেন- শাখা ম্যানেজার প্রিন্স পারভেজ তাকে বেশকিছু দিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় সর্বশেষ তিনি তরুণীর একাধিক স্পর্শকাতর স্থানে হাত দেন। তাকে কয়েকবার নিধেষ করা সত্ত্বেও তিনি বাড়ন শুনছিলেন না। ফলে বাধ্য হয়ে তরুণী উপরস্থ কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন।
অভিযোগের বিষয়টি স্বীকার করে সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখায় ডেপুটি জেনারেল ম্যানেজার বাসুদেব দাস জানান, তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতিবেদন দিলে এবং এতে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা গ্রহণ করা হবে।’