আব্দুল আলীম খান, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট ও থানার সামনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই সময় বাউফল বরিশাল ঢাকা মহাসড়কটি অবরোধ করলে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এই ভাংচুর ও লুটপাট শুরু হয়। পুলিশের সামনে এসব ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় সংবাদকর্মী সহ ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত সাংবাদিক সহ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২১ ফেব্রুয়ারী ফুলের তোড়া ভাংচুরকে কেন্দ্র করে গতকাল রবিবার রাতে মেয়র নেতৃত্বাধীন উপজেলা ছাত্রলীগের কর্মীরা পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুক ও জেলা পরিষদ সদস্য হারুন রশিদ খান সহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
তার সূত্র ধরে আজ স্থানীয় সাংসদ আসম ফিরোজের নেতৃত্বাধীন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ তুলকালাম কান্ড ঘটায় বলে জানা যায়। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান,বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
