
এম এ অন্তর হাওলাদার, বোরহানউদ্দিন
তৃতীয় মেয়াদে বোরহানউদ্দিন পৌর সভার নির্বাচন ২০২১ সালের ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে মেয়র পদে আ’লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও উৎসব মুখোর পরিবেশে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় ঈদগাহ মাঠে বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: মন্নান স্যার, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ সহ উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাটামারা পীর আলহাজ্ব মাওলানা মো. মহিবুল্লাহ।
বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন ও উপজেলা নির্বাচন অফিসার মো. শহীদুল্লাহ’র হাতে মনোনয়ন পত্র জমা দেন আ’লীগের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম। এসময় তার সাথে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আব্দুল্লাহ ও ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।