
এম এ অন্তর হাওলাদার, বোরহানউদ্দিন
ভোলা বোরহানউদ্দিন পৌর নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৩ জানুয়ারি, রবিবার জেলা নির্বাচন অফিস হলরুমে মনোনয়ন পত্র যাচাই করা হয়। এতে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুস সালাম সহ ৭ জন সাধারন কাউন্সিলর প্রার্থী ও ২ জন সংরক্ষিত মহিলা প্রার্থীতা বাতিল ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাগজ পত্র সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মেয়র প্রার্থী আবদুস সালাম এর মনোনয়ন পত্র বাতিল করা হয়। এছাড়া ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীতা বাতিল করলে নাইটু বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হন। ২ নং ওয়ার্ড জহিরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের এনামুল হক, ওয়াদুদ, ৭,৮, ৯ ওয়ার্ডে সংরক্ষিত মহিল কাউন্সিলর প্রার্থী রওশনারা, ৮ নং ওয়ার্ডের মো. জুয়েল, ৯নং ওয়ার্ডে মেজবাহ উদ্দিন লিটন, বাছেদ আলম বাচ্চু, মো. বশির উল্ল্যাহ’র মনোয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়। ৯ নং ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর মধ্যে ৩ জনের প্রার্থীতা বাতিল হলে মো. ইউসুফ হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হন। তবে যে সকল প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা আগামী ৩ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন।
জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন জানান, কাগজ সঠিক না থাকায় যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তারা ৩ দিনের মধ্যে আপিল করতে পারবেন।
তিনি আরো জানান, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি। আর ১১ জানুয়ারি প্রতিক বরাদ্দ দেয়া হবে।