
আকতারুল ইসলাম আকাশ, ভোলা
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-১ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক শাহাবুদ্দিনের পরিবারকে জিম্মি করে রাখার অভিযোগ এনে শাহাবুদ্দীনের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে ৮জনের বিরুদ্ধে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বৃস্পতিবার মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১৮৩/২০।
মামলার ৮ আসামি হলেন, ১। চর আনন্দ পার্ট-১ গ্রামের মৃত মোশারেফ হোসেন বেপারীর ছেলে হোসেন বেপারী, ২। হোসেন বেপারীর ছেলে আকবর হোসেন, ৩। হাসনাইন, ৪। মামুন, ৫। হোসেন বেপারীর স্ত্রী সকিনা বেগম, ৬। জসিম উদ্দিন বেপারীর স্ত্রী আকলিমা, ৭। হাসনাইনের স্ত্রী মিনারা বেগম ও হোসেন বেপারীর মেয়ে মুক্তা বেগম।
মামলার বিবরণে বলা হয়েছে, আসামি হোসেন বেপারীর নেতৃত্বে উক্ত আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে ময়নার পরিবারটিকে জিম্মি করে রেখেছে৷ সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ফৌজদারি মামলা দিয়ে তাঁর পরিবারকে হয়রানি করবে বলেও হুমকি দেয় আসামিরা। স্থানীয় পর্যায়ে একাধিক সালিশ বৈঠক হলেও বিচারকদের কোনো রায়ই তোয়াক্কা করছেন না আসামিরা। তাই ন্যায় বিচারের দাবিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ময়না এ মামলা দায়ের করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।