
আকতারুল ইসলাম আকাশ,ভোলা
ভোলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছেবুধবার সকাল ১০টায় ভোলা-বরিশাল সড়কের মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইন্স এলাকার বাসিন্দা আ. বারেকের ছেলে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ভেদুরিয়া লঞ্চ ঘাটের দিকে যাচ্ছিলো।
এসময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। নিহত কবিরের মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।