
সাব্বির আলম বাবু, লালমোহন
ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজারে ২১ নভেন্বর শনিবার বিকেল তিনটায় মুক্তবুলির লেখকদের নিয়ে এক জমজমাট আড্ডা ও মতবিনিময়ের আয়োজন করা হয়।
মুক্তবুলির সম্পাদক ও প্রকাশক আযাদ আলাউদ্দিনের সভাপতিত্বে উক্ত আড্ডায় প্রাণখোলা আলোচনায় অংশ নেন, কবি ফিরোজ মাহমুদ, স্বনামধন্য লেখক রিপন শান, সাব্বির আলম বাবু, তপতী সরকার, এরশাদ সোহেল, কামালউদ্দিন তুহিন, নুরুল আমীন, আজম খান প্রমুখ।
বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় প্রিন্ট ও অনলাইন ম্যাগাজিন মুক্তবুলি লেখক আড্ডায় পরিচিতি পর্বের পর অক্টোবর মাসের সেরা লেখক গাজী মো. তাহেরুল আলমকে করতালির মাধ্যমে সবার সামনে উপস্থাপন করেন মুক্তবুলির সম্পাদক।
এরপর উপস্থিত লেখকগন মুক্তবুলির লেখক পরিবারে সম্পৃক্ত হওয়ার নেপথ্যে গল্প আনন্দমুখর বক্তব্যে তুলে ধরেন। লেখকদের মনোমুগ্ধকর আড্ডাকে একদিকে প্রাণোবন্ত করে তোলেন কবি ফিরোজ মাহমুদ, আবার পরিবেশ অশান্ত করে সান্ত্বনার সুশীতল ভাষণে সবার মনকে নির্মল মুগ্ধতায় প্রশান্তি আনেন তিনি নিজেই।
কবি রিপন শান সাহিত্যের পাতা থেকে বলছিলেন সবার ভালোলাগা কথাগুলো তেমনি তপতী ও ততক্ষণে সময় সংকেত পড়ন্ত বিকেলের।
অনেক কথার ভীড়ে আড্ডাটা শুরু হলেও শেষ হলো না মনে হয়. অতৃপ্ত থেকে গেলো আড্ডাবাজ লেখকদের তৃষিত মন !