
আকতারুল ইসলাম আকাশ, ভোলা
দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ এর পিতা সাহেব আলি পন্ডিত ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন… বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইমাম হোসেন নাহিদের পিতার মৃত্যুতে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক অমিতাভ অপুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক মহলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।