
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার মনপুরায় মাদ্রাসার শিক্ষকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে ঢাকাস্থ রওজাতুল আবরার মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এই শীতবস্ত্র বিতরণ করেন। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে উপজেলার সকল কওমী, হাফেজী ও নূরানী মাদ্রাসায় গিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার মোট ৬০ টি মাদ্রাসার দুই শতাধিক শিক্ষককে এই শীতবস্ত্র দেয়া হয়। শীত নিবারণের জন্য গরম স্যুয়েটার, মোজা ও অন্যান্য বস্ত্র বিতরণ করা হয়।
পরবর্তীতে আরও বৃহৎ আকারে উক্ত কর্মসূচি গ্রহণ করা হবে জানান হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। পাশাপাশি অসহায়দের প্রতি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।