
আরশাদ মামুন, লালমোহন
বেসরকারি টেলিভিশন মাছরাঙাতে প্রচারিত হলো টেলিফিল্ম পাপ পূন্য। ২১ নভেম্বর রাত ৮ঃ৩০ মিনিটে প্রচারিত টেলিফিল্ম দর্শক হৃদয়ে ঝড় তোলে। চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের রচনায় বিশিষ্ট টিভি নাট্য পরিচালক রাসেল আহমেদের পরিচালনা ও ডাঃ রিয়াদ আশরাফের প্রযোজনায় টেলিফিল্মটিতে শতাব্দী ওয়াদুদ, আবুল কালাম আজাদ পাভেল, দীপা খন্দকার,মৌসুমী হামিদ,চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ,পৌর আ’লীগ সহসভাপতি অভিমান্য দাস সহ আরো অনেকে অভিনয় করেন। বিশেষ করে অভিমান্য দাসের দাসের দক্ষ অভিনয় গুনে টেলিফিল্মটি দর্শক হৃদয়ে ঝড় তুলেছে।