
কে হাসান সাজু,চরফ্যাসন
মোঙ্গল বার (২৬ জানুয়ারি) বিকেল ৩ টায় চরফ্যাশন স্টেডিয়ামে উপজেলা ক্রিয়া সংস্থার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুনর্রামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ বিশেষ অতিথি হিসেবে চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ৷ এছাড়াও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ হাজার হাজার ফুটবল খেলা প্রিয় মানুষ৷ ফাইনাল খেলা দেখার বেলা ১২ টার মধ্যে চরফ্যাশন স্টেডিয়াম কানায় কানায় পুর্ন হয়ে যায়৷
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।