
আব্দুল আলিম খান, পটুয়াখালী
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল ও সুবিদখালী কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উপজেলা সদরের সুবিদখালী লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা ছাত্রদল ও সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের একাংশের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিতু রহমান প্রিন্স, রায়হান উদ্দিন রুবেল ও জুবায়ের আহমেদ সাগর প্রমুখ।
বক্তারা নবগঠিত কমিটিতে ছাত্রলীগ কর্মী, বয়স উত্তীর্ণ, অছাত্র ও বিবাহিতদেরকে অর্ন্তভূক্ত এবং ত্যাগী ছাত্রদল নেতাদেরকে অবমূল্যায়ন করায় অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানান।