
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ বাড়ির পুকুর পাড়ে খড়ের গাদাঁর মাটি কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামাতের আমির ও পশ্চিম সুবিদখালী ছালিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবদুল মান্নান(৫৫) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দেউলী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রফেজ উদ্দীন হাওলাদারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (০৪ ফেব্রæয়ারি) সকাল ৯ টায় বাড়ির পুকুরের পাশে বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে একই বাড়ির কেতাব আলী (৬৫) গং এতে বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে কেতাব আলী (৬৫) ও তার ছেলেরা মাওলানা আবদুল মান্নান (৫৫) কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে এলে তাঁর ছেলে সাইদুল (২৪), হাসিব (২০) নিহতের চাচাতো ভাই আজহার (৭০) ও তার ছেলে কামাল (২৩) এবং শাকির (৪০) আহত হয়। স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা আবদুল মান্নান কে মৃত ঘোষণা করেন এবং অন্যদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রেরণ করেন।