
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে রিহান নামে দের বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৫ ডিসেন্বর শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মিনার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রিহান ওই এলাকার মুসলিম হাওলাদার বাড়ীর মোঃ হান্মোনানের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালের দিকে রিহান সবার অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় লালমোহন হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।