
আরশাদ মামুন
ভোলার লালমোহন সদর মহিলা কলেজের প্রভাষক রেজাউর রহমান শাহীন। ভদ্রতার লেবাসে স্বার্থরক্ষায় মূহুর্তেই চরিত্রের খোলস পাল্টানোর ক্ষেত্রে অতুলনীয়। শুরুতে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি মহিলা কলেজের প্রভাষক হিসেবে চাকুরী করা শাহিন নিজের চাকুরী বহাল রেখে লক্ষ লক্ষ টাকার সুবিধা নিতে যোগদেন শাসক দল আওয়ামী লীগে। স্বার্থরক্ষায় দল পাল্টালেও মন পাল্টাতে না পারা দূরন্দর স্বভাবের চরফ্যাশন ডায়াগনস্টিকের মালিক শাহীন পুনরায় নিজের আসল চরিত্রে ফিরে যাচ্ছেন। বিএনপির সাবেক মন্ত্রী মেজর হাফিজের প্রস্তাবিত জেলা কমিটির নিকট পাঠানো নতুন কমিটির আহবায়কের স্থানে রয়েছেন বিতর্কিত বহুল আলোচিত রেজাউর রহমান শাহীনের নাম সদস্য সচিবের স্থানে বর্তমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জসিম ফরাজির আপন চাচাতো ভাই ইলিয়াছ ফরাজীর নাম। চলমান প্রেক্ষাপটে কমিটি অনুমোদন হলেও কৌশলগত কারনে মিডিয়ায় প্রকাশ না করে বিএনপির রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত রেখে উপরে আওয়ামী লীগ বনে গিয়ে আরো সুবিধা নিতে মরিয়া ডিগবাজি শাহীনগংরা। গোপন সূত্রে জানা যায়, জেলা কমিটি অদ্য ১১ জানুয়ারী ওই কমিটির অনুমোদন প্রদান করেন। যদিও শাহীন নিজের মিথ্যাচারের অবস্থানে থেকে অস্বীকার করার ভাব নিলেও অকপটে স্বীকার করে ইলিয়াস ফরাজী জানান, প্রভাষক রেজাউর রহমান শাহীন ভাইকে আহবায়ক ও আমাকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দিয়েছপন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।