
আকতারুল ইসলাম আকাশ ভোলা॥
অর্থের অভাবে অসুস্থ্য ছেলের চিকিৎসা করাতে পারছেনা দরিদ্র পরিবার। ফলে চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চায়ের দোকানদার দরিদ্র বজলু ফরাজী। জানা যায়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন ফরাজীর ছেলে চায়ের দোকানদার বজলু ফরাজী দীর্ঘদিন যাবত নানান (৩০) জটিল রোগে ভূগছেন।
তার দুটি পা প্যারালাইসেন্স রোগে বিকল হয়ে গেছে। লিভারে নানান ধরনের সমস্যা রয়েছে। চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। দরিদ্র পরিবারের পক্ষে বজলুর চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা। দরিদ্র বজলু ফরাজীর আকুতি আমি বাচঁতে চাই। কিন্তু বজলুর দরিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছেনা।
তাই সমাজের বিত্তবানদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়েছেন বজলুর পরিবার। দরিদ্র বজলুকে বাচাঁতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রয়োজনে- ০১৭৫৭৬২৭৫২২ (তার স্ত্রী)।