
দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
কুয়াকাটা সমুদ্র সৈকতে শুক্রবার ভিড় জমিয়েছেন হাজারও পর্যটক। সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে শুক্রবার সকাল থেকেই সৈকতে পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সমুদ্রে সাঁতার কাটাসহ প্রিয়জনদের সঙ্গে আনন্দ উন্মাদনায় মেতেছেন।
বাড়তি পর্যটকদের আনাগোনায় বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। তবে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। অনেকেই ব্যবহার করছেন না মাস্ক। সামাজিক দূরত্বের বালাই ছিল না কোথাও। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সৈকতে ট্যুরিস্ট পুলিশকে মাইকিং করতে দেখা গেলেও বাস্তবে মাস্ক পরিধানে তাদেরও উদাসীনতা ছিল।
এ প্রসঙ্গে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র এএসপি আ. খালেক যুগান্তরকে বলেন, পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে প্রতিনিয়ত সতর্ক করার পাশপাশি ট্যুরিস্ট পুলিশ সদস্যদেরও নিয়মিত এ বিষয়ে ব্রিফিং করা হয়। কেউ না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।