
আব্দুল আলিম খান, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় প্রীতি ফুটবল খেলতে গিয়ে ডিপলু গাজী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১২ জুন শুক্রবার বিকেলে ডিপলু জ্ঞান হারিয়ে মাঠে পড়ে গেলে তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গলাচিপা থানা পুলিশ, শুক্রবার বিকেলে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া সুইচগেট এলাকায় সিনিয়র ও জুনিয়রদের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা শুরু হওয়ার আগে ডাকুয়া গ্রামের খলিল গাজীর ছেলে ডিপলু বল নিয়ে মাঠে অনুশীলন করার সময় জ্ঞান হারিয়ে হঠাৎ পড়ে যায়। এর পরই খেলোয়াড়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ গাজী জানান, ডিপলুর আগে থেকেই মৃগী রোগী ছিলো। প্রায়ই একেক যায়গায় পড়ে যেত। আজও পড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। সুরাতহাল রিপোর্ট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’