দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
দেশের বিভিন্ন কোণে বহু চাল আত্বসাতকারীরা পাকরাও হলেও কিছুতেই থামছে না যেন চাল আত্বসাতের ঘটনা। এবার জেলেদের চাল আত্বসাত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য মোহাম্মদ আলীর উপর। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মোহাম্মদ আলী বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। জানা গেছে,খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদে ১১১ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়। এদের মধ্যে মোহাম্মদ আলীর ওয়ার্ডে কার্ডধারী ৮ (আট) জেলের প্রত্যেকে ইউনিয়ন পরিষদ থেকে ৮০ কেজি করে চাল নিয়ে বের হলেও তা বাড়ি পর্যন্ত নেবার সৌভাগ্য হয়নি কারোরই।
জেলেরা স্থানীয় মাগুরা মাদ্রাসা রোডস্থ এলে পথিমধ্যে ইউপি সদস্য মোহাম্মদ আলী তাদের পথ আটক করেন এবং এক দোকানের সামনে নিয়ে তাদের প্রত্যেককে ২৩ কেজি করে চাল দিয়ে বাকিটা নিজে রেখে সবাইকে পাঠিয়ে দেন।
তবে বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও তাকে হেও পতিপন্ন করার জন্য প্রতিপক্ষকে পাল্টা দোষারোপ করেছেন ইউপি সদস্য মোহাম্মদ আলী।
এদিকে খাঞ্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত জানান, ইউনিয়ন পরিষদে বসে ১১১ জন জেলেদের মধ্যে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তবে পথিমধ্যে কেউ চাল নিয়ে অনিয়ম করলে আমার সেটা জানা নেই।