কে হাসান সাজু, চরফ্যাশন
ভোলার চরফ্যাশন শশীভূষণ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ ব্যবসায়ীর নিকট থেকে ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ঘটনায় পৃথক ১৪ টি মামলা দায়ের করা হয়েছে বলে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দপ্তরের স্ট্যাফ মোঃ আজাদ হোসেন ভিন্নবার্তা ডটকমকে জানিয়েছেন।
শনিবার ২ মে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ দুপুর ১২ টায় চরফ্যাশন বাজার ও দেড়টায় শশীভূষণ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। মাহে রমজানকে পুঁজি করে দ্রব্যের দামবৃদ্ধি, করোনায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ১৬ ব্যবসায়ীর নিকট থেকে ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ব্যবসায়ীদের মধ্যে অভিযান আতংক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে সটকে পড়ে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক ১৪ টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।