
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার চরফ্যাশনে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমানের নেতৃত্বে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
এ প্রসঙ্গে যুবলীগ নেতা মাকসুদ বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। ব্যক্তিগত কাজে গ্রামের বাড়ি চরফ্যাশনে এসেছি।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই কার্যক্রমের অংশ হিসেবে নিজ গ্রামে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করি। এসময় বিভিন্ন ফল, বনজ ও ওষুধি গাছ লাগানো হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকলকে বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ঔষধি গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হয়।