
কে হাসান সাজু, চরফ্যাশন
ভোলা চরফ্যাশনের দুলার হাট থানা পুৃলিশ বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে আবুবকর পুর বাদুরা কান্দি এলাাকা থেকে আবুল কাশেম, বাবুল ফকির, মঞ্জু রাড়ি, সোহাগ, কাওসার কাজী, শামীম মাল, হাসনাঈন, মিরাজ, আবুল বাসার নামের ৯ জুয়ারী আটক করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করেছেন। আসামীদের বিরুদ্ধে দুলার হাট থানার পুলিশ উপ-পরিদর্শক বাদল কৃষ্ণ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দুলার হাট থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।