
কে হাসান সাজু,ব্যুরো চীফ (চরফ্যাসন)
প্রত্যাশিত যৌতুকের দাবী মিটাতে না পারায় নববধূকে পিটিয়ে স্বামীগৃহ থেকে বের করে দিয়েছেন শ্বশুর শ্বাশুরী।বেধরক মারধরে আহত নববধূকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাবার বাড়ীতে পাঠিয়ে,দিয়েছেন গ্রামবাসী।আজ বৃহস্পতিবার শশীভূষণ থানার রসুলপুর গ্রামের আইয়ুব আলী মাঝি বাড়ীতে এ ঘটনা ঘটে।
নির্যাতিত নববধূ নিপু জানান, ৫ মাস আগে রসুলপুর গ্রামের আইয়ুব আলী মাঝির ছেলে মোঃ বেল্লাল মাঝির সাথে তার বিয়ে হয়।আলোচনার মাধ্যমে সম্পন্নএই বিয়েতে যৌতুকের কোন প্রসঙ্গ ছিলনা। কিন্তু বিয়ের পর থেকে ৩ লাখ টাকা যৌতুকের দাবী নিয় টানাপোড়েন শুরু হয়। যার ধরে বিয়ের ৫ মাস পর নববধূর আর শ্বশুর বাড়ী যাওয়া হয় নাই।। আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ আইচা থানার চর আর কলমী গ্রামের মোঃ উজ্জল মিয়ার বাড়ী থেকে স্বামী বেল্লাল মাঝির সাথে প্রথমবার তিনি রসুলপুর গ্রামে শ্বশুর বাড়ীতে যান। যৌতুকের বিষয় নিষ্পত্তি না করে এভাবে নববধূর শ্বশুরালয়ে ফিরে চলে আসার ঘটনায় বশুর শ্বাশুরী ক্ষুদ্ধ হয়ে উঠেন। বিক্ষুদ্ধ শ্বশুর শ্বশুরী পুত্র বেল্লাল মাঝি এবং পুত্রবধূ নিপুকে পিটিয়ে ঘর থেকে বের করে দেন। বর্তমানে তারা নিপুদের চর আর কলমী গ্রামে বাবার বাড়ীতে আছেন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। নববধূ নিপুন জানান, অভিভাবকদের সাথে আলোচনা করে তিনি মামলা দায়ের করবেন।