আব্দুল আলিম খান ,পটুয়াখালী
পটুয়াখালীর দশমিনায় বাঁধন (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দশমিনা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাঁধন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা তেসাত চন্দ্র মিস্ত্রির ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল মিয়া বলেন, বাঁধন বিয়ে করেছিলেন। এ নিয়ে মামলা চলছে। রাতে কী হলো বুঝতে পারছি না। শুনলাম গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।
দশমিনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার আবদুর রব আকন বলেন, বাঁধনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার বিস্তারিত কিছুই জানি না।