মাহমুদ হাসান লিটন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহ্জ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে এক অনুকরণীয় । প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে দেশের অবহেলিত, দুস্থ ও অসহায় প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের মূলস্রোতে এসেছে। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ গ্লোবাল লিডার হিসেবে কাজ করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন করা হয়। সরকার দেশের অসহায় বয়স্ক নারী-পুরুষের জন্য বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতাদের জন্য ভাতা, প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা চালু করেছে । ৯ মে শনিবার সকালে তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রবর্তিত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদান কালে এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান,তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ফরিদ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।