এম এ অন্তর হাওলাদার
দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার কৃর্তি সন্তান এসোসিয়েশন অফ এক্সিলেন্স চ্যারিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন কে CIP অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ৬ জানুয়ারী বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উপলক্ষে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয় । অনুষ্ঠানে মাননীয় প্রধান মন্রী শেখ হাসিনার পক্ষে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্রী ইমরান আহমদ এমপি র হাত থেকে জাকির হোসেন কুয়েত থাকার করণে তার CIP সম্মাননা অ্যাওয়ার্ড টি গ্রহণ করেন তার বড় ছেলে মাওলানা মুহাঃ সাখাওয়াত হোসেন ও ছোট ছেলে মোঃ সা’য়াদ উদ্দিন। গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রধানমন্রী বলেন,প্রবাসী হল রেফিটেন্স যোদ্ধা তাদের অর্থের মাধ্যমে দেশ সমবৃদ্ধি শালী করতে সহযেগীতা করছে তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন। উক্ত CIP অ্যাওয়াড টি উৎসর্গ করেন হিউম্যান এক্সিলেন্স সোসাইটি কুয়েত এর চেয়ারম্যান ড. খালিদ মোঃ আসসোবাইহি, আস শায়েখ খলিল আল হাম্মাদি, আস্ শায়েখ মোস্তফা আল আইয়ুব,আস্ শায়েখ আবু তামর, আস্ শায়েখ আব্দুল আজিজ আল হামাদ, আস্ শায়েখ সাউদ আল মুছাল্লাম, আস্ শায়েখ মুবারক আল হাইপি, আস্ শায়েখ সলেহ্ আল বারাক, আস্ শায়েখ কুয়েত আল মাহাবি সহ অন্যান্য শায়েখ গনের প্রতি তাহাদের অর্থের বিনিময়ে দ্বীপ জেলা ভোলা সহ বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা, গ্রামে গ্রামে অসংখ্য মসজিদ,মাদ্রাসা,টিউবওয়েল,ত্রাণ,ইফতার,কুরবানী,যাকাতের বিভিন্ন মালামাল সহ গরীব মানুষদেরকে কাপড় দিয়ে যাচ্ছেন। তাদের আর ও সহযোগীতা কামনা করছেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্রী ইমরান আহমদ এমপি।
