এম এ অন্তর হাওলাদার, বোরহানউদ্দিন
ভোলা বোরহানউদ্দিন কাচিয়া ২নং ওয়ার্ডে বিধবা রাসু বিবি (৪৩) উপর হামলা করে মারধর করেছে একই এলাকার মো: আলামিন (৫০)। এ ঘটনাটি শুক্রবার ঘটেছে। আহত রাসু বিবি বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে।
বিধবা আহত রাসু বিবি বলেন, ৩ বছর পূর্বে আমাকে বিধবা ভাতা করে দিবে বলে দুই বারে ওহাব সর্দার বাড়ী’র আলামিন ১২ হাজার টাকা নেয়। জমি বন্ধক রেখে স্ট্যাম্প দিয়ে ২০ হাজার টাকা নেয় এবং আমার নামজারি করে দিবে বলে কৌশলে আরোও ২০ হাজার টাকা সহ মোট ৫২ হাজার টাকা আলামিন নেয়।
আমার বিধবা কার্ডও করে দিতে পারেনি এবং বন্ধক জমি অন্য মানুষের হওয়ায় ওই জমি হতে উঠিয়ে দেয়। এই টাকা পাওয়ার জন্য দীর্ঘদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। পরে স্থানীয়রা শালীশ করে আমার পাওনা টাকা দেয়ার জন্য আলামিন কে বলেন। সে শালীশের কাছে ৫ হাজার টাকা জমা দেয়। আর বাকী টাকা এখনও দেয় নি।
আমি মানুষের কাছে বিচার দেয়ায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার আমাকে বেদম মারধর করেন। আমি ওর উপযুক্ত বিচার চাই। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় সে লিখিত অভিযোগ করেছে বলেও জানান।
এব্যাপারে মো: আলামিন বলেন, সে টাকা পাবে ঠিক আছে। আমিতো শালীশের কাছে টাকা দিবো। আমাকে সে আজে বাজে কথা বলে তাই এ ঘটনা হয়েছে। ওনি আমাকেও মারধর করেছে।