এম এ অন্তর হাওলাদার, বোরহানউদ্দিন
ভোলা বোরহানউদ্দিন উপজেলায় হাট বাজারে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। মহিলা ও পুরুষ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কেনাকাটা করছে গায়ে গায়ে লেগে। এসকল লোকদেরকে সচেতন করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হ্যান্ডমাইক হাতে নেমে পড়েছেন সংবাদকর্মীরা। ভোলার বোরহানউদ্দিন পৌর বাজার এলাকায় ১৪মে বৃহস্পতিবার সকাল হতে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সংবাদকর্মীরা নেমে পড়েন।
সকলকে বুঝানোর চেষ্টা করছেন এবং মাক্স ও দূরত্ব বজায় কেনাকাটার অনুরোধ করেন তারা। এ কার্যক্রমের উদ্বোধন করেন বোরহানউদ্দিন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। এসময় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম হ্যান্ডমাইক হাতে নিয়ে সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কেনাকাটার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহ-সভাপতি এমএ অন্তর হাওলাদার, যুগ্ম সম্পাদক মো. নাছির পাটোয়ারী প্রমূখ। এছাড়া কিছু সামাজিক সংগঠনও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছেন।