
মোঃ আকতারুল ইসলাম আকাশ, ভোলা
ভোলায় গত ১৫ ঘন্টায় দুই উপজেলায় পৃথক পৃথক ঘটনায় ৩ শিশুসহ ১ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলা দুইটি হলো মনপুরা ও দৌলতখান। এমন মর্মান্তিক মৃত্যুতে জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু ওই ওয়ার্ডের নুরুদ্দিনের ছেলে হাবিব (৮), এবং নুরনবীর ছেলে নিহাদ, (৬)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। অপরদিকে একই উপজেলার একই ওয়ার্ড থেকে গতকাল সোমবার বেলা ১২টায় আরও এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম আসিফ (১১)। সে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত নূরে আলমের ছেলে বলে জানা গেছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এছাড়াও মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কলাতলি চরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে মহিউদ্দিন (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেন মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন।