মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
ভোলার মনপুরায় আউশ মৌসুমকে সামনে রেখে ২৬০ প্রান্তিক কৃষককে দেওয়া হয়েছে কৃষি প্রণোদনা। কৃষি প্রণোদনার মধ্যে প্রত্যেক প্রান্তিক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ ও ২০ কেজি সার দেওয়া হয়।
৫ মে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা দেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবদুল হক, ইউপি সদস্য আবুল হাসেম সিরাজ কাজি, ইউপি সদস্য মোঃ সোহেল ও ইউপি সদস্য মোঃ কবির।