জাহিদুল ইসলাম দুলাল, লালমৈাহন
ভোলার লালমোহনে গাঁজাসহ রাশেদ (২২) এবং আবুল হোসেন (২৪) নামের ২জনকে আটক করেছেন লালমোহন থানা পুলিশ। ২৪ ফেব্রয়ারি ২০২১ রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই শক্তি পোদ্দার মৃধা, এসআই জাকির হোসেন, এসআই গনেশ ও এসআই মিজানের নেতৃত্বে বদরপুর ইউনিয়নের জনতাবাজার এলাকার জুলফিকারের ওয়ার্কশপের সামনে থেকে তাদের কে গাঁজাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে (রাশেদ ৭ গ্রাম) (আবুল হোসেন ৫ গ্রাম) মোট ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাশেদ বদরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বগিরচর এলাকার মৃত লোকমান চৌকিদার ছেলে এবং আবুল হোসেন ৭নং ওয়ার্ড রায়রাবাদ এলাকার মোঃ মোফাজ্জল হোসেন ছেলে বলে জানা যায়।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান গোপন সংবাদের ভিত্তিতে ২ জনকে মাদকসহ আটক করা হয়। এদের নেপথ্যে যারা রয়েছে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। আটককৃত ২ দুজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামালা নং-১৮। তারিখ ২৪/০২/২০২১ইং
